নওগাঁর নিয়ামতপুরে তীব্র শীতকে উপেক্ষা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। প্রার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে নওগাঁ-১ আসন(নিয়ামতপুর-পোরশা-সাপাহার)উপজেলার জনপদ। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নওগাঁ-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাধন চন্দ্র মজুমদার নৌকা প্রতীক, আকবর আলী কালু জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক, খালেকুজ্জামান তোতা স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী মাজেদ আলী ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রচারণার ১৫ তম দিনে প্রার্থীরা তীব্র শীত উপেক্ষা করে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার প্রচারণার ১৫ তম দিনে গণসংযোগ করেছেন নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। প্রচারণায় তিনি ভোটারদের কাছে উন্নয়ন ও ভবিষ্যতের উন্নয়নের রুপরেখা নিয়ে সাক্ষাৎ করছেন। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকা প্রতীকে ভোট প্রদানে ভোটারদের উৎসাহিত করছেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতা পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। লাঙ্গল প্রতীকের প্রার্থী আকবর আলী কালু পোরশা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন। এদিকে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা তাদের কাছে ভোট প্রার্থনা করছেন। সৎ, যোগ্য ও মানুষের কল্যানে কাজ করবে এমন প্রার্থীকেই তাঁরা বেছে নিবেন বলে জানান। আগামী ৫ জানুয়ারি রাত ১২ টা পর্যন্ত চলবে প্রচার-প্রচারণা। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।