মাগুরায় দুটি আসনেই নৌকার প্রার্থী বিজয়ী

প্রকাশিতঃ জানুয়ারী ৮, ২০২৪ | ৬:৩৩ অপরাহ্ন
মোঃ কুতুবুল আলম শানু, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা

ক্রিকেট মাঠের সাকিব আল হাসান নিজেকে চিনিয়েছেন অনেক বারই। এবার সফল হলেন রাজনীতিতেও। প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে এসেই সফল হলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে বেসরকারিভাবে জয় পেয়েছেন ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে মোট ১৫২টি ভোট কেন্দ্রে তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১লক্ষ ৮৫হাজার ৩৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল ইসলাম ডাব প্রতীকে পেয়েছেন ৫হাজার ৯শত ৭৩ ভোট, অন্যান্য প্রার্থীদের মধ্যে সিরাজুল সায়েফিন সাইফ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতিকে ২,৩৪৩ ভোট, তৃণমূল বিএনপি থেকে সঞ্জয় কুমার রায় (রনি) সোনালী আঁশ প্রতিকে ৮৬৮ ভোট, বাংলাদেশ ন্যাশনালিষ্ট (বিএনএফ) থেকে এ কে এম মুতাসিম বিল্লাহ টেলিভিশন প্রতীকে ৬৫৪ ভোট, মাগুরা-২ (মহম্মদপুর-শালিখা, মাগুরা সদর ৪ইউনিয়ন শত্রুজীতপুর, গোপালগ্রাম, কুচিয়ামোড়া, ব্রেইল-পলিতা, এলাকা) আসনে ৫ম বারের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হলেন, বাংলাদেশ সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। রবিবার (০৭ জানুয়ারি) রাতে ভোট গননা শেষে রিটার্নিং অফিসারের ফলাফল পরিবেশন কেন্দ্র থেকে ফলাফল প্রদান করেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আবু নাসের বেগ। ফলাফল ঘোষনা করে বেসরকারিভাবে মাগুরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শ্রী বীরেন শিকদারকে নৌকা প্রতীকে বিজয়ী ঘোষনা করেন। নির্বাচনে ড. শ্রী বীরেন শিকদার নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লক্ষ ৫৬ হাজার ৪শত ৮৭ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ মুরাদ আলী লাঙ্গল প্রতীকে ১৩ হাজার ২শত ৬২ ভোট। এবং অন্য প্রার্থীদের ভোটের সংখ্যা মোঃ মশিয়ার রহমান (স্বতন্ত্র) ঈগল প্রতিকে ৬হাজার ৪৪ ভোট, বাংলাদেশ কংগ্রেস কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে ১হাজার ১শত ২৮ ভোট, তৃণমূল বিএনপি থেকে মোঃ আখিদুল ইসলাম সোনালী আঁশ প্রতীকে ৬শত ৩৪ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোঃ আসাদুজ্জামান একতারা প্রতীকে পেয়েছেন ৪শত ১৪ ভোট। উল্লেখ্য, মাগুরা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৮৭,৪৩৫, মোট ভোট কেন্দ্র ১৪৩ টি, ফলাফল প্রাপ্ত কেন্দ্রের সংখ্যা-১৪৩টি, নির্বাচনে প্রদত্ত মোট বৈধ ভোটের সংখ্যা -১,৭৭,৯৬৯, বাতিলকৃত ভোটার সংখ্যা- ৫,২০৭টি, মোট প্রদত্ত ভোটের সংখ্যা-১,৮৩,১৭৬ টি, প্রদত্ত ভোটের শতকরা হার ৪৭.২৮, সবকটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।