যশোরে স্বপন ভট্টাচার্য-শাহীন চাকলাদার পরাজিত, দুই স্বতন্ত্র প্রার্থীর চমক

প্রকাশিতঃ জানুয়ারী ৯, ২০২৪ | ৮:২৮ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

যশোরের ৬টি সংসদীয় আসনের মধ্যে দুটিতে হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও শাহীন চাকলাদারকে পরাজিত করে বিজয়ী হয়েছেন দুই নতুন মুখ স্বতন্ত্র প্রার্থী। অপর চারটি আসনে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রোববার রাতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরিত ফলাফলে দেখা গেছে, যশোর-৫ (মনিরামপুর) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলী। তিনি পেয়েছেন ৭৬ হাজার ২০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য পেয়েছেন ৭১ হাজার ৩৯৬ ভোট। তাদের ভোটের ব্যবধান ৪ হাজার ৮১১ ভোট। যশোর-৬ (কেশবপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেছেন স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম। ঈগল প্রতীকে আজিজুল পেয়েছেন ৪৮ হাজার ৯৪৭ ভোট ও নৌকা প্রতীকের শাহীন চাকলাদার পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট। তাদের ভোটের ব্যবধান ৯ হাজার ৬৭৮ ভোট। এদিকে যশোর-১ (শার্শা) আসনে শেখ আফিল উদ্দিন (নৌকা), যশোর-২ (ঝিকরগাছা- চৌগাছা) আসনে ডা. তৌহিদুজ্জামান তুহিন (নৌকা), যশোর-৩ (সদর) আসনে কাজী নাবিল আহমেদ (নৌকা), যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে এনামুল হক বাবুল (নৌকা) বিজয়ী হয়েছেন।