ঝিনাইদহ সদরে নির্বাচনপরবর্তী সহিংসতায় অর্ধশত বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহত হয়েছে অন্তত ১০ জন। সোমবার সকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী, হীরাডাংগা ও শুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ দুই আসনে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর ওই ৩টি গ্রামে উত্তেজনা দেখা দেয়। এরই জের ধরে সকালে মহুলের সমর্থক পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের অনুসারীরা বারইখালী, হীরাডাংগা ও শুরাপাড়া গ্রামে হামলা চালায়। হামলাকারীরা অন্তত ৫০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। নারীসহ আহত হয় অন্তত ১০ জন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরদিকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের পাগলাকানাই বেকা ব্রিজ এলাকায় বিজয়ী স্বতন্ত্র ঈগল প্রতীকের সর্মথকদের হামলায় শ্রমিক নেতাসহ আহত কমপক্ষে চারজন। এ নিয়ে জেলা শহরে তুমুল উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, গোটা এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। মানুষের জান-মাল রক্ষায় পুলিশ চেষ্টা করে যাচ্ছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত-দিন কাজ করছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোনো মামলা হয়নি।