ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-ফিলিপাইন্স

প্রকাশিতঃ জানুয়ারী ৯, ২০২৪ | ৬:০১ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন্সের বিস্তৃর্ণ অঞ্চল। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ৬.৮। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট জানা যায়নি। জানা গিয়েছে, ফিলিপাইন্সের কাছে ছোট দ্বীপ মিনডানো ভূমিকম্পের উৎস্যস্থল। ইন্দোনেশিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। গত সপ্তাহেও একটি মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। কয়েকদিনের মধ্যে ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে কম্পন অনূভূত হয়েছে। ক্ষয়ক্ষতি কী হয়েছে তা এখনও জানা যায়নি। কম্পনের মুহূর্তের কিছু ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বাসিন্দারা ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় নেমে এসেছেন। প্রসঙ্গত, নতুন বছরের শুরুতেই বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। রিখটার স্কেলে প্রতিটি তীব্রতা ছিল ৬ থেকে ৭। যার জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।