খুব সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে : ইসি আলমগীর

প্রকাশিতঃ জানুয়ারী ৯, ২০২৪ | ৬:০৯ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল। খুব সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন ভবনে ‘নির্বাচন ফ্রি ফেয়ার হয়নি’ যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। আমাদের যা করার আইন ও বিধি সম্মতভাবে করেছি। নিয়মের মধ্যেই হয়েছে সবকিছুই। অতএব আমরা মনে করি যে, যেটা করেছি সঠিক করেছি। এর বাইরে কোনো বক্তব্য নেই। ইসি আলমগীর বলেন, নির্বাচন নিয়ে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট কোনোটাই বলব না। অনিয়ম যেটা ছিল সেটা আমরা গ্রহণ করিনি। যেটা নিয়মের মধ্যে ছিল সে অনুযায়ী ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে এবং আইন-শৃঙ্খলা খুব ভালো ছিল। খুব সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। বিদেশিরা তাহলে কেন বলছে ভোটটা নিয়ম মতো হয়নি? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা বিদেশিদের জিজ্ঞেস করুন। আমাদের কোনো জিজ্ঞাসা নেই। কে কী বলল দেখার তো আমরা সময় পেলাম না। এটা আমাদের কাজের মধ্যেও পড়ে না। আমরা নিয়ম অনুযায়ী আমাদের কাজ করে যাব।