ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা অসম্ভব, বিএনপি নিশ্চয়ই নির্বাচনে আসবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে হ্যালো পুলিশ মানিকগঞ্জের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনে আসা উচিত। আমি মনে করি, তারা নিশ্চয়ই নির্বাচনে আসবে। আর যদি নির্বাচন বর্জন করে, তবে এটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার। বাংলাদেশে নির্বাচন ছাড়া কোনোদিনও ক্ষমতার পরিবর্তন হবে না। যারা ষড়যন্ত্র করে বা অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসতে চান, তাদের বলছি, এ দেশে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা অসম্ভব।