নানা পথ নানা মত নিয়ে শেষ হলো জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে জেলা উপজেলার বিভিন্ন অঞ্চলে আওয়ামীলীগ দুই গ্রুপের মধ্যে নানা ধরনের মতভেদ তৈরি হয়েছে। ফয়দা লুটতে পারে বিএনপি, আসংখ্যা সুশীল সমাজের। বলছি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কথা। নির্বাচনের পরে একই দলের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক ক্ষোভের। এরই মাঝে জনমত তৈরিতে কাজ শুরু করেছে উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নের নৌকা সমর্থীতদের নিয়ে মতবিনিময় সভা। বৃহস্পতিবার ১১ জানুয়ারী ২০২৪ ইং তারিখে গোধুলী লগ্নে তাহেরহুদা ইউনিয়ন চত্ত্বরে ইউনিয়ন আওয়ামীলীগের একাংশ নিয়ে মতবিনিময় সভা হয় বলে জানাগেছে। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নান বিষয় করনীয় গুরুত্বপূর্ণ দিক নিয়ে সভায় আলোচনা করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী করনীয় বিষয়ে, সভায় সাবেক ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতা নাজমুল ইসলাম মুকুলের সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুর রাশেদ,বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়াকু যোদ্ধা আতিয়ার রহমান মুন্সী,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা শ্রম দিয়ে নিঃস্বর্থভাবে নৌকা প্রতীকে ভোট করেছে তাঁরা আমার কাছে অনেক দামী। আমি আপনাদের সকল বিপদ আপদে সব সময়ে পাশে থেকে সেবা করার অংগীকার করছি। আওয়ামীলীগের জনগন (ভোটার) কোনও হুমকী-ধামকীতে ভয় পাই না বলেও জানান এই ইউপি চেয়ারম্যান। বক্তারা আরও বলেন আমরা আদর্শ বিক্রি করিনি।আমরা নৌকার দল করি।যারা নৌকায় ভোট দিয়েছে তারা আমাদের হ্রৎপিণ্ড।