কুমিল্লায় অটোচালক ইকতার হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিতঃ জানুয়ারী ১২, ২০২৪ | ৫:৫০ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

কুমিল্লার দাউদকান্দিতে সিএনজিচালক ইকতার হোসেন হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। নিহত সিএনজিচালক ইকতার (৩২) উপজেলার কালাইরকান্দি গ্রামের আ. রহমান বাবুর্চির ছেলে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দাউদকান্দি উপজেলার কালাইরকান্দি গ্রামের নলি মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (৩০), একই উপজেলার জুরানপুর গ্রামের ডিপটির ছেলে সুমন (২২), দেবিদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের হাতেম আলীর ছেলে ইমরান (১৮) এবং একই গ্রামের রুবেল (২৩)। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় চার ছিনতাইকারী ভিকটিম ইকতার হোসেনকে হত্যার পর সিএনজিটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ২০১৩ সালের ২৫ এপ্রিল নিহতের বড় ভাই মো. আক্তার হোসেন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে একই বছরের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বৃহস্পতিবার বিকালে চার আসামিকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণাকালে সব আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মো. নুরুল ইসলাম এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আশা করছি হাইকোর্ট এ রায় বহাল রেখে দ্রুত রায় বাস্তবায়ন করবেন। আসামিপক্ষের আইনজীবী এমএ আদনান ও ফেরদৌস আক্তার বলেন, রায়ের কপি হাতে পেলে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে।