লেবানন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ৭৬ বছর বয়সি এক ইসরাইলি নারী ও তার ৪০ বছর বয়সি ছেলে নিহত হয়েছে। রোববার লেবানন সীমান্তবর্তী ইসরাইলের উত্তরাঞ্চলীয় কেফার য়ুভাল গ্রামে ওই হামলা হয়। যার মাত্র কয়েকঘণ্টা আগে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, চারজন সশস্ত্র জঙ্গি ভারি অস্ত্র নিয়ে লেবানন সীমান্ত দিয়ে ইসরাইলে প্রবেশের চেষ্টা করার সময় তারা তাদের হত্যা করেছে। খবর টাইমস অব ইসরাইলের গাজায় তিন মাস ধরে চলা ইসরাইলের অভিযানের প্রতিবাদে দেশটির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান সমর্থিত লেবাননের মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহ। দুই পক্ষের গোলা বিনিময়ে উভয় দেশে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন নিহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী এবং চিকিৎসা কর্মকর্তারা জানান, রোববার লেবানন থেকে যে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় সেটি কৃষি নির্ভর গ্রাম কেফার য়ুভালের একটি বাড়িতে গিয়ে আঘাত করে। দুই জন নিহত হওয়া ছাড়াও হামলায় ৭৪ বছর বয়সি আরেক ব্যক্তি আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।