চাঁদপুরে ঢাকা থেকে ছেড়ে আসা বোগদাদিয়া ৭ লঞ্চের কেবিন থেকে মোঃ জয়নাল( ৩৮) নামের একজন যাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ ১৯ জানুয়ারি শুক্রবার সকালে চাঁদপুর লঞ্চ ঘাটে দাঁড়িয়ে থাকা বোগদাদিয়া ৭ লঞ্চের ১০৩ নাম্বার কেবিন থেকে জয়নাল নামক একজন যাত্রীর মরদেহ উদ্ধার করে চাঁদপুর নৌ পুলিশ। নিহত জয়নাল শরিয়তপুর জেলার মোল্লাবাজার এলাকার আবদুল মান্নানের ছেলে এ ব্যাপারে বোদাদাদিয়া ৭ লঞ্চের কেবিন ইনচার্জ মোঃ দীপু জানায়, আজ সকালে ঢাকা সদরঘাট থেকে আমাদে লঞ্চটিতে জয়নাল নামক একজন যাত্রী ৭০০ টাকায় ১০৩ নাম্বার কেবিন টি ভাড়া নেন, এর পর সকাল সাড়ে ১২ টায় লঞ্চটি চাঁদপুর ঘাটে ভিড়লে আমরা অনেক ডাকাডাকি করারপর ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে কয়একজন স্টাফ মিলে দরোজার সিটকানি ভেঙে ভিতরে প্রবেশ করে জয়নাল নামক যাত্রীটি অজ্ঞানরত অবস্থায় পড়ে কেবিনে পড়ে থাকতে দেখে, পুলিশকে খবর দেই। চাঁদপুর নৌপুলিশ ফাঁরির কর্তব্যরত এস আই জহির উদ্দিন আহমেদ জানান, আজ সকালে চাঁদপুর ঘাটে দাঁড়িয়ে থাকা কেবিনের ভিতর একজন যাত্রী অজ্ঞানরত অবস্থায় পড়ে আছে এমন খবরে আমরা লঞ্চে গিয়ে দেখি বোগদাদিয়া ৭ নামক লঞ্চের ১০৭ নাম্বার কেবিনে অজ্ঞান অবস্থায় একজন যাত্রী পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই । পরে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার পরীক্ষানিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে তিনি আরও জানান, আমরা লঞ্চের স্টাফদের জিজ্ঞাসা করছি কেন এবং কিভাবে যাত্রীটি মারা গেল আমরা তা তদন্ত করে দেখছি।