নাটোরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

প্রকাশিতঃ জানুয়ারী ২২, ২০২৪ | ৭:২৩ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে এমন পরিস্থিতিতে নাটোরে সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসা একদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার(২২ জানুয়ারি) নাটোর জেলার সকল সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল-মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) রাতে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদুজ্জামান জানান, শীতের তীব্রতা বাড়ছে তাই এ পরিস্থিতিতে নাটোরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। সে কারণে জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসা একদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে দিনে আবহাওয়া স্বাভাবিক থাকলে যথারীতি ভাবে প্রতিষ্ঠানে পাঠদান চালু হবে। যদি আবহাওয়া অপরিবর্তন থাকে, তাহলে একই ভাবে প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে তিনি জানান।