শৈত প্রবাহের প্রভাব মাগুরায় তীব্র আকার ধারন করেছে। ভোগান্তিতে পড়েছে প্রাথমিক সহ হাইস্কুল পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীরা। ১০ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি মাগুরার আবহাওয়া থাকলেও উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলতে দেখা গেছে। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়,প্রভাতী শাখার পাঠদান শুরু হয় সকাল সাড়ে সাত টায়। তখন আকাশ মেঘলা থাকে। সেই সাথে কনকনে ঠান্ডায় আমরা অসুস্থ্যবোধ করি। তবু স্কুলে আসতে হয় ভোর সকালে। বিরুপ আবহাওয়াতে ঠান্ডাজনিত অসুখে ভুগছে বলে ও বেশ কিছু শিক্ষার্থী জানায়।একই অবস্থা সরকারি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলগুলোতে। এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান দেরিতে পাঠদান শুরু করার দাবিও করে তাদের ।