মাগুরায় মহাসড়কে চলাচলরত ট্রাক থেকে টোল আদায় করতে গিয়ে দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোমিন ব্যাপারী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে মাগুরা শহরের ভায়না শান্তিবাগ এলাকার মকছেদ ব্যাপারীর ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে মাগুরা-ফরিদপুর সড়কের যমুনা ফিলিং স্টেশনের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনার পর নিহতের পরিবার সংশ্লিষ্টরা এটিকে পরিকল্পিত হত্যাকান্ড হিসেবে দাবি করলেও দুপুরের পর সাধারণ সড়ক দূর্ঘটনা উল্লেখ করে ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন করে ছোট ভাই কামিন ব্যাপারী। যা নিয়ে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মাগুরার রামনগর হাইওয়ে ফাঁড়ি পুলিশের এসআই সুমন রহমান বলেন, নিহত মোমিন নিজেও একজন ট্রাক চালক। সকালে ঘন কুয়াশার মধ্য দিয়ে হেটে রাস্তা পারাপার হতে গিয়ে ফরিদপুরগামী অন্য একটি ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাকটি (যশোর-ট-১১-০৮০২) কে আটক করা হয়েছে। এছাড়া এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরও হয়েছে। অন্যদিকে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী রাসেল বলেন, নিহতের ছোট ভাই এটিকে দূর্ঘটনা হিসেবে উল্লেখ করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের লিখিত আবেদন করেছে। তবে মৃত্যুর বিষয় নিয়ে কোনো সন্দেহ থাকলে সে বিষয়ে অভিযোগ পাওয়া গেলে খতিয়ে দেখা হবে।