ভালো কাজের নাগরিক অনুশীলন স্বীকৃতি দিবে মাগুরা জেলা প্রশাসন

প্রকাশিতঃ জানুয়ারী ২৯, ২০২৪ | ৪:৪০ অপরাহ্ন
মোঃ সাহিদুল ইসলাম নয়ন সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা

এই প্রতিপাদ্যকে উপজীব্য করে গত ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে নিম্নোক্ত ১১ জন ব্যক্তি ও সংগঠনকে তাদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলা প্রশাসন, মাগুরা এর পক্ষ থেকে সম্মাননা জানান মান্যবর বিভাগীয় কমিশনার, খুলনা জনাব মো: হেলাল মাহমুদ শরীফ : জনাব প্রদ্যুৎ কুমার রায়, পিতা- সুশান্ত কুমার রায়, মাতা- শক্তি রায়, ঠিকানা- সাধুখালী, উপজেলা- বালিয়াকান্দি, জেলা- রাজবাড়ী। পেশায় তিনি একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি একজন জাতীয় ক্রীড়া ভাষ্যকারও। তিনি ২০০৪ সাল থেকে স্থায়ীভাবে মাগুরায় বসবাস করছেন। ২০০০ সাল থেকে তিনি বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় ধারাভাষ্য প্রদান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনায় যুক্ত আছেন। ২০১৬ সালে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ১ম শ্রেণিতে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ক্রীড়া ভাষ্যকার হিসেবে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতারে নিয়মিত ধারাভাষ্য প্রদানের পাশাপাশি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড, বৈশাখী টেলিভিশন, এটিএন বাংলা, কলকাতা দূরদর্শন, রেডিও স্বাধীন, ৯২.৪ এফএম এবং স্টার ক্যাবল নেটওয়ার্কে (লোকাল টিভি) কাজ করছেন। এছাড়া, ২০০৭ সাল থেকে \"শুভেচ্ছা প্রিপারেটরি স্কুল, মাগুরা\" নামক একটি বেসরকারি স্কুল ইংরেজি বিষয়ে শিক্ষকতা করার পাশাপাশি তিনি মাগুরা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব আব্দুল হান্নান মোল্যা, পিতা- মরহুম রুকমান মোল্যা, মাতা- কুলছুম বিবি, গ্রাম- বড়খড়ি, উপজেলা- মাগুরা সদর, জেলা- মাগুরা। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রির কাজ করাকালীন তাঁর বাড়িতে ইঁদুরের উপদ্রব দেখা দিলে তিনি নিজের কাঠের কারখানায় তৈরি যন্ত্র দিয়ে বেশকিছু ইঁদুর মারা শুরু করেন। পরবর্তীতে, প্রতিবেশীদের অনুরোধ এবং নিজ ইচ্ছায় ইঁদুর মারার কলাকৌশল প্রতিবেশীসহ গ্রামের বিভিন্ন বাড়িতে প্রয়োগ করে সাফল্য পান। এভাবে তিনি ২০০৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সমগ্র দেশে প্রায় ২৩ (তেইশ) লক্ষ ইঁদুর মেরেছেন। জনাব আব্দুল হান্নান মোল্যা ইঁদুর মারার জন্য মোট ১৩ (তেরো) প্রকারের যন্ত্রপাতি এবং ০২ (দুই) প্রকারের ঔষধ ব্যবহার করেন। এছাড়া তিনি সমগ্র দেশে তাঁর তৈরি ইঁদুর মারার যন্ত্রপাতি কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করেন এবং বিভিন্ন কৃষি ফার্ম ও অফিসে গিয়ে ইঁদুর নিধন করে থাকেন। তাঁর এ কাজের স্বীকৃতিস্বরূপ ইঁদুর নিধনে তিনি জেলা পর্যায়ে ০৪ (চার) বার এবং জাতীয় পর্যায়ে ০৫ (পাঁচ) বার পুরস্কারে ভূষিত হন। পাশাপাশি তিনি সমাজের ভবঘুরে যুবকদের কাঠমিস্ত্রির কাজ এবং রিক্সা/ভ্যান তৈরির প্রশিক্ষণ প্রদান করে এ পর্যন্ত ৪৫ জন ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এছাড়া তিনি তাঁর গ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় বাল্যবিবাহ রোধে প্রচারণা চালিয়ে জনসচেতনতা সৃষ্টিতে কার্যকরী ভূমিকা রেখে চলছেন। জনাব এড: শাহিনা আক্তার (ডেইলী), পিতা- মরহুম প্রফেসর শাহাদত আলী, মাতা- শামসুন নাহার, গ্রাম- কলেজপাড়া, উপজেলা- মাগুরা সদর, জেলা- মাগুরা। পেশায় তিনি একজন আইনজীবী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অধ্যয়ন সম্পন্ন করে ১৯৯১ সালে আইন পেশায় তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি মাগুরা জেলা আইনজীবী সমিতির প্রথম মহিলা আইনজীবী। লিগ্যাল এইড কার্যক্রমে আইনি সেবা প্রদানে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি ২০০৩ সালে জাতীয় পর্যায়ে সেরা প্যানেল আইনজীবী হিসেবে ১ম স্থান অধিকার করেন। মাগুরা জেলার লিগ্যাল এইড কার্যক্রমে আইনি সেবা প্রদানে অবদানের জন্য তিনি ২০১৩, ২০১৬, ২০১৯, ২০২২ এবং ২০২৩ সাল পর্যন্ত মোট ০৫ (পাঁচ) বার মাগুরা জেলার শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে স্বীকৃতি অর্জন করেন। এছাড়া, ২০১৫ সালে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কর্মসূচির শিক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে তিনি \"সর্বশ্রেষ্ঠ জয়িতা” সম্মানে ভূষিত হন। তিনি প্যানেল আইনজীবী হিসেবে বিভিন্ন মানবাধিকার সংগঠনে যুক্ত থেকে আইনি সেবা প্রদান করেন। আইন পেশায় যুক্ত থাকার পাশাপাশি বর্তমানে তিনি সহকারী অধ্যাপক হিসেবে মাগুরা \'ল\' কলেজে কর্মরত আছেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জহুর-ই-আলম, পিতা- মরহুম মুজিবর রহমান, মাতা- মরহুম কদভানু বেগম, গ্রাম শেখপাড়া, ইউনিয়ন- মঘী, উপজেলা- মাগুরা সদর, জেলা- মাগুরা। মুক্তিযুদ্ধকালীন তিনি ছিলেন একজন গেরিলা গ্রুপ কমান্ডার। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি মাগুরা জেলার বিনোদপুর, নহাটা, আলমখালী, নাকোলসহ বিভিন্ন স্থানে রাজাকার এবং পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি প্রথমে শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে এবং পরবর্তীতে খাদ্য বিভাগে কর্মরত ছিলেন। তিনি মাগুরা সদর উপজেলায় ০২ (দুই) বার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে নির্বাচিত হন। যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জহর-ই-আলম সমাজের পিছিয়ে পড়া অসুস্থ ও প্রতিবন্ধী শিশুদের জন্য নিজ উদ্যোগে ২০ (বিশ) শতক জমি দানপূর্বক মাগুরা সদর উপজেলাধীন শেখপাড়া গ্রামে \"বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জহুর-ই-আলম হাসিনা আলম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়” প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, মাগুরা জেলা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব লিপিকা ঘোষ, স্বামী নিশিকান্ত বিশ্বাস, গ্রাম- মৃগীডাঙ্গা, উপজেলা- মাগুরা সদর, জেলা- মাগুরা। পেশায় তিনি একজন গৃহিণী। তিনি তাঁর স্বামী জনাব নিশিকান্ত বিশ্বাস এর মাধ্যমে সর্বপ্রথম ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার সম্পর্কে জানার পর এ সার উৎপাদনে আগ্রহী হন। মাগুরা সদরের উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি তারিখে তিনি কিছু পরিমাণ আর্থ-ওয়ার্ম (থাইল্যান্ডের) কেঁচো ক্রয় করে দশটি চাড়ি এবং গোবর নিয়ে সম্পূর্ণভাবে পরিবেশবান্ধব অর্গানিক ফসল উৎপাদনে সহায়ক ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু করেন। প্রথমদিকে তিনি এ সার নিজে