শ্রীনগর পূর্ব কামারখোলা এক কিলোমিটার রাস্তার বেহাল দশা। 

প্রকাশিতঃ জানুয়ারী ২৯, ২০২৪ | ৮:২৮ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের পূর্ব কামার খোলার প্রায় এক কিলোমিটার গ্রামীণ রাস্তার বেহাল দশা। আজ সোমবার সরজমিনে দেখা যায় ফেরিঘাট গোয়ালীমান্দ্রা মূল রাস্তার পশ্চিম পাশ হতে  পূর্ব কামারখোলা মেইল ঘর থেকে  ঢাকা মাওয়া মহাসড়কের বটলতা পযন্ত প্রায় দুই কিলোমিটার একটি রাস্তা যাহা পূর্ব পশ্চিম  কামারখোলার যোগা যোগের মূল রাস্তা,বটতলা হতে পূর্ব কামার খোলা জান্নাতুল বাকী কবরস্থান পর্যন্ত রাস্তাটি ইট সলিং করা।জান্নাতুল বাকী কবরস্থান হতে মেইল ঘর মূল রাস্তা পযন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা চলাচলের অনুপোযোগী  স্থানীয়দের সাথে কথা বলে যানা যায় কয়েক বছর আগে রাস্তাটি ইট সলিং করা হয়েছিলো  কিন্তু  বর্ষা মৌসুমে রাস্তাটি ডুবে গেলে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ইটগুলো হারিয়ে যায় মাটির রাস্তায় রুপ নেয়।বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয় রাস্তা দিয়ে ঠিক মতো রিক্সা বা ইজিবাইক চলাচল করতে পারে না।  রাস্তাটি সংস্কার না হওয়ায় এলাকায় বসবাসরত মানুষের নিত্যপ্রয়োজনীয় মালামালসহ বিভিন্ন পন্য পরিবহনে ব্যপক কষ্ট করিতে হয়।অসুস্থ রোগীদেরকে আনা নেওয়া করিতে যথেষ্ট কষ্ট হয়। স্থানীয় একাধিক ব্যক্তি বলেন রাস্তাটি সংস্কার করা হলে পূর্ব কামারখোলা গ্রামের মানুষের জন্য চলাচল অনেক সহজ হতো।