রাত পোহালেই মঙ্গলবার (৩০ জানুয়ারি ) মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ ২০২৪-২০২৫ নির্বাচন। নির্বাচনে অংশ গ্রহণ করেছে ২টি প্যানেল। প্যানেল দুটি হলো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবুল হাসান মৃধা সহ অন্যান্য পদে আরো ১৩ জন অংশ গ্রহণ করেছেন। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত সভাপতি পদে অ্যাডভোকেট মো.মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম সহ অন্যান্য পদে আরো ১৩ জন প্রতিদন্ধিতা করছেন।নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত (আওয়ামী লীগ) প্যানেলের প্রার্থীদের সাথে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপি’র) মনোনীত নির্বাচনী প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। নির্বাচনে প্রার্থীদের ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে পুরো আদালতপাড়া। নির্বাচনকে ঘিরে ব্যস্ততায় রয়েছেন উভয় প্যানেলের নির্বাচনের প্রার্থীরা।আদালত পাড়ায় ঘুরে দেখা গেছে, প্রার্থীরা ভোটারদের কাছে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করছেন। অনেকে ভোটারদের সাথে হাত মিলিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন। তাছাড়া শীত মৌসুম হওয়ায় আদালত প্রাঙ্গণে বসে নির্বাচনী আলাপ আলোচনায় ব্যস্ত রয়েছে উভয় প্যানেলের প্রার্থী ও সাধারণ আইনজীবীরা। এ যেন আইনজীবীদের নির্বাচনী উৎসব। আইনজীবী সমিতির প্রধান ফটক থেকে শুরু করে জেলাও দায়রা জজ আদালত প্রাঙ্গণ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ সহ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে সাজানো হয়েছে আইনজীবীদের নির্বাচনী ব্যানার দিয়ে। এতে আদালত পাড়ায় তৈরি হচ্ছে উৎসব মুখর পরিবেশ।আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মতিন জানান, এবারের নির্বাচনে আমি সহ প্যানেলে ১৫ জন আইনজীবী অন্যান্য পদে অংশগ্রহণ করেছে। ১৫ জন সকলেই যোগ্য প্রার্থী। সকলেরই বিজয় হবে এটা আমি আশা করি।অন্যদিকে জাতীয়তা বাদী আইনজীবী ফোরামের মনোনীত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো.মুজিবুর রহমান বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ প্যানেলে বিজয়ের লক্ষণ দেখতে পাচ্ছি। বিপুল সাড়া পাচ্ছি ভোটারদের মধ্যে। আশা রাখছি আমাদের পূর্ণ প্যানেলে বিজয় হবে।এ ব্যাপারে আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আইনজীবী সমিতির ১ নং সদস্য অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী বলেন, প্রতিবছরই এই সমিতিতে নির্বাচন হয়। কোন বছর নির্বাচন নিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি এ বছরও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা বলেন, ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন প্রতি বছর উৎসব মুখর পরিবেশে করা হয়। নির্বাচনে ফলাফল যাই হোক আমরা সকলেই তা মেনে নেই।প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাছিমা আক্তার জানান, ৩০ জানুয়ারি নির্বাচনের ভোট গ্রহণ। ওই দিন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটগণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।