সরকারী খাল ও সওজের জমির পর লৌহজংয়ে বৃদ্ধার জমি দখলের পায়তারা।

প্রকাশিতঃ জানুয়ারী ৩০, ২০২৪ | ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

মুন্সীগঞ্জের লৌহজংয়ে সরকারী খাল ও সওজের জমি দখলের পর এবার এক বৃদ্ধার জমি দখলের পায়তারা করছেন মানিক রয়েল নামের এক ব্যাক্তি । তার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের রাখাল সরকার নামের এক লোকের জমি জোড় করে বিক্রি করতে বাধ্য করে তাকে মারধর করে তাড়িয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে।সরেজমিনে আজ মঙ্গলবার গিয়ে জানাগেছে, লৌহজং উপজেলার খলাপাড়া এলাকায় কৃষি জমিসহ সরকারী খাল অবাধে ভরাট করে আবাসন প্রকল্প বানিয়ে বিক্রি করছেন মানিক রয়েল। এছাড়া আবাসন প্রকল্পে পড়া জমি বিক্রি করতে না চাওয়ায় ওই এলাকার রাখাল নামের এক লোককে মারধর করে সম্পত্তি বিক্রি করতে বাধ্য করেছেন তিনি। এছাড়া খেদের পাড়া এলাকায় সড়ক ও জনপদের জমি ভরাট করে তিনি ভাড়া দিয়েছেন। এদিকে আবাসন ব্যবসা করার জন্য কাজিরগাওঁ এলাকায় নির্বিচারে কৃষি জমি ভরাটের পায়তারা করছেন রয়েল।এদিকে উপজেলার খেদেরপাড়া গ্রামে এক বৃদ্ধার পরিবারের ৬১ বছর ধরে ভোগ দখলে থাকা পৈত্রিক সম্পত্তি জোড় করে দখলে নেওয়ার চেষ্টা করছে সে। ওই সম্পত্তি দখল করতে না পেরে জমির মালিক আমিন উদ্দিন ছেলে সোহেকে (৩৬) মারধর করেছেন। এ ঘটনায় লৌহজং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, দির্ঘদিন যাবৎ অসৎ উপায়ে মালিকানা নিয়ে বিরোধীয় জমি অল্পদামে কিনে ভরাট করে বেশি দামে বিক্রি করে আসছেন মানিক রয়েল। আবাসন প্রকল্প করতে গিয়ে একদিকে যেমন নির্বিচারে কৃষি জমি ভরাট করছেন অন্যদিকে প্রকল্পে জোড় করে মানুষকে সম্পত্তি বিক্রি করতে বাধ্য করছেন। প্রকল্পের মধ্যে পরলে সরকারী সম্পত্তিও জোড় করে দখলে নিচ্ছেন। খলাপাড়া গ্রামে আবাসন প্রকল্প করতে গিয়ে তিনি ওই গ্রামের দুলাল মিয়ার বাড়ির সামনের সরকারী খাল ভরাট করে রাস্তা তৈরী করেছেন।এ ব্যাপারে স্থাণীয় মানিক বেপারী বলেন, আমাদের খলাপাড়া গ্রামে আবাসন প্রকল্প বানিয়ে বিক্রি করছেন রয়েল। এই আবাসন প্রকল্পের রাস্তা তৈরি করতে গিয়ে তিনি একটি সরকারী খাল ভরাট করে তার উপর দিয়ে রাস্তা তৈরি করেন। সম্প্রতি লৌহজং উপজেলা খেদেরপাড়া বাসস্ট্যান্ডের পূর্ব পাশে বৃদ্ধা আমিন উদ্দিনের জমি জোড় করে দখল করা চেষ্টা করেন রয়েল। ওই সম্পত্তি দখল করতে না পেরে ৬১ বছর ধরে দখলে থাকা সম্পত্তি মালিকদের মারধর ও হুমকি ধামকি প্রদান করছেন রয়েল।ওই জমি দখলে থাকা ভোক্তভোগী মো. আলী আকবর (৫৫) জানান, আমার শ্বশুর মৃত হাফিজ উদ্দিন বেপারী ১৯৬৩ সাল এই সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হন। আমি তার মেয়েকে ৩০ বছর আগে বিয়ে করার পর থেকে এই জমি চাষাবাদ করে ফসল ফলিয়ে জীবিকা চালাই। হঠাৎ রয়েল নামের এক ব্যক্তি এসে বলে জমি তার আমাদের জমি ছেড়ে দিতে বলছে। জমি নিয়ে আদালতে আমাদের একটি মামলা চলমান রয়েছে।অপর জমির মালিক আমিন উদ্দিনের স্ত্রী কোহিনুর বেগম (৪৮) বলেন আমার বিয়ের পর হতে দেখছি আমার স্বামী এ জমিতে বিভিন্ন প্রকার ফসল ফলিয়ে জীবিকা চালাইতে । আমরা গরীর মানুষ এ জমিটুকু চাষাবাদ করে জীবিকা চলে। মানিক নামে এক ব্যক্তি এই জমিটি তার দাবি করে আমার ছেলেকেও মারধর করেছে।তথ্য সূত্রে জানাগেছে, ওই সম্পত্তির মালিক মৃত হাফিজ উদ্দিন বেপারীর ওয়ারিশ আমিন উদ্দিন বেপারী, মো. বাবুল বেপারী, সবেদা বেগম, নুরজাহান বেগম, হীরা বেগম, মনোয়ারা বেগম বিভিন্ন মৌসুমি ফসল চাষাবাদ করে জমিটি দখলে আছেন। তবে তারা দুই বছর আগে ২০২২ সালে ওই জমির খাজনা দিতে গেলে স্থাণীয় ভূমি অফিসে গিয়ে জানতে পারে তাদের পিতা মৃত হাফিজ উদ্দিন বেপারী নাম আর এস পর্চায় লিপিবদ্ধ না হয়ে এই জমি অন্য এক ব্যাক্তির নামে আর এস রেকর্ড হয়েছে। পরে তারা এ নিয়ে মুন্সীগঞ্জ যুগ্ন জেলা জজ ২য় আদালতে দেওয়ানী মোকদ্দমা নং ২৫৬ /২০২২ দায়ের করেছেন। কিন্তু রয়েল যাদের নামে আরএস রেকর্ডে ওই সম্পত্তি রেকর্ড হয়েছে তাদের থেকে কমদামে সম্পত্তিটি ক্রয় করে এখোন আমিন গংদের সম্পত্তি হতে উচ্ছেদের পায়তারা করছেন।এ ব্যাপারে অভিযুক্ত মো. মানিক রয়েলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সওজ ও সরকারী খাল দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, সওজ তাদের জমির উপরে সাইনবোর্ড টানিয়ে রেখেছে আমি তাদের জমি দখল করিনি সরকারী খাল দখলের বিষয়ে ভূমি অফিস বিষয়টি জানে বলে তিনি জানান। বৃদ্ধার জমি দখলের ব্যাপারে তিনি বলেন ওই জমি আমি ক্রয় করেছি। আমি জমিটি ক্রয়ে সূত্রে মালিক আমার কাছে বর্তমান সাবরেজিস্টারকৃত দলিল ও নামজারি খাজনা পরিশোধের রিসিট রয়েছে।এ ব্যাপারে লৌহজং উপজেলা সহকারী কমিশন (ভূমি) মো. ইলিয়াস সিকদার বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমি কোন লিখতে অভিযোগ পাইনি। খোজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।