মঙ্গলবার ৩০ জানুয়ারি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের হাজরাতলা গ্রামের বরালীদহ কৃষি ব্লকে বিভিন্ন ধরনের রঙিন ফুলকপি, লেটুস, ক্যাপসিকাম ও ব্রুকলির প্রদর্শনী প্লট সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উন্নত জাতের এ রঙিন ফুলকপিগুলো সাদা রঙের ফুলকপির ছেয়ে পুষ্টিমানে এগিয়ে। জেলা প্রশাসন, মাগুরা সম্মানিত কৃষক ভাইদেরকে এ ধরনের উন্নত জাতের ফুলকপি ও সবজি আরও বেশি পরিমাণে চাষাবাদ করার আহবান জানায়। একই সাথে এ ধরনের সবজি আবাদে কৃষি বিভাগের সাথে জেলা প্রশাসন পরিপূর্ণ সহযোগিতা প্রদান করবে মর্মে জেলা প্রশাসক সবাইকে আশ্বস্ত করেন।