চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে মিলন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

প্রকাশিতঃ জানুয়ারী ৩১, ২০২৪ | ১১:৪৭ অপরাহ্ন
আলমগীর বাবু, চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেন অভিযানে মিলন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। বুধবার (৩১ জানুয়ারি) চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন। এ সময় চাঁদপুর শহরের ছায়াবানী মোড়ে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া এবং অবৈধ ইনসুলিন রাখা ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবকে মিলন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মো. নুর হোসেন রুবেল তিনি জানান মিলন ফার্মেসী নামে ১ টি প্রতিষ্ঠান থেকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এ সময় সহযোগিতা করেছেন চাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকশ টিম।এবং অবৈধভাবে ব্যবসা পরিচালিত সমূহের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।