কেন্দুয়ায় দিনব্যাপী নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ

প্রকাশিতঃ ফেব্রুয়ারী ৬, ২০২৪ | ৬:১৩ অপরাহ্ন
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ

নেত্রকোনার কেন্দুয়ায় ২০২৩-২০২৪ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় দিনব্যাপী নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আতিকুর রহমান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারিক আজিজ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক অংশ গ্রহণ করেন।