মাগুরায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

প্রকাশিতঃ ফেব্রুয়ারী ৬, ২০২৪ | ৬:৪৪ অপরাহ্ন
মোঃ সাহিদুল ইসলাম নয়ন সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা

“গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। ৫ই ফেব্রুয়ারি সোমবার দুপুরে শহরের হাজী সাহেব সড়কে জেলা গণগ্রন্থাগার চত্বরে কেক কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের। মাগুরা জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকার, মাগুরা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক সাইদুর রহমান, ভ্রাম্যমান লাইব্রেরীর কর্মকর্তা মোশারফ হোসেন রাজু সহ অন্যরা। আলোচনা সভা শেষে এ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, বিতর্ক ও বইয়ের রিভিউ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। দেশের মানুষকে লাইব্রেরীতে গিয়ে বই পড়তে উৎসাহিত করার জন্য ২০১৭ সাল থেকে ৫ই ফেব্রুয়ারি দিবসটিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসাবে পালন করে আসছে সরকার।