নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কৃষকের গোয়াল ঘরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে । শুক্রবার (৯ ফেব্রুয়ারী) উপজেলার মোজাফর পুর ইউনিয়নের বানিয়াগাতি গ্রামে আনুমানিক রাত ১২.০০ ঘটিকায় এ ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায় স্থানীয় সূত্র । ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত কাঞ্চন মিয়ার ৮টি ছাগল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে । এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির আলম ভূঞা বলেন, আমি খবর শুনে ঘটনা স্থলে যাই। সম্ভবত গোয়াল ঘরের ধোঁয়ার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।ফায়ার সার্ভিস অফিসের লোকজন আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এতে মৃত কৃষক কাঞ্চন মিয়ার এতিম ছেলে মেয়েদের যে ক্ষতি হয়ে গেলো তা অপূরনীয় ও খুবই দুঃখজনক । আমি সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্যে অনুরোধ জানাচ্ছি । কেন্দুয়া ফায়ার সার্ভিসের সাময়িক ইনচার্জ মোস্তাফিজ উর রহমান বলেন আমাদের উপজেলা ফায়ার সার্ভিস অফিসে কেউ অবহিত করে নাই। এ বিষয়ে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক(ওসি) এনামুল হক বলেন বিভিন্ন সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। গোয়াল ঘরের ধোঁয়ার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে । কারো বিরুদ্ধে কোন অভিযোগ পাই নি বলেও জানান তিনি।