শত বছরের ‘বিউটি লাচ্ছি’

প্রকাশিতঃ ফেব্রুয়ারী ২০, ২০২৪ | ৬:৫৯ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

৫২ বাজার ৫৩ গলির প্রাচীন শহর ঢাকা। ৪০০ বছরের পুরোনা এ শহরের অলিগলিতে বিভিন্ন সময়ে গড়ে উঠেছে নামিদামি নানা হোটেল-রেস্তোরাঁ। এসব খাবারের দোকানের কোনো কোনোটির বয়স প্রায় শত বছর। এমনই একটি পুরোনা ঢাকার পুরোনো প্রতিষ্ঠান ‘বিউটি লাচ্ছি’। যারা আজও সুনামের সঙ্গে ধরে রেখেছে তাদের ব্যবসায়িক ঐতিহ্য। বন্ধুরা আপনি চাইলে সহজেই ঘুরে আসতে পারেন ঐতিহ্যবাহী ‘বিউটি লাচ্ছি’তে। স্বাদ নিতে পারবেন ঐতিহ্যবাহী লাচ্ছির। আর খরচের কথা ভাবছেন তা আপনার নাগালের মাঝে। তাই আর দেরি কেন, বিউটি লাচ্ছির স্বাদ নেওয়ার আগে ছবি থেকে দেখে আসি।