১৯ ফেব্রুয়ারি বিকাল ৪ ঘটিকার সময়, ওয়াজেদা আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, এস এস টেলিকথার আয়োজনে শীতার্ত সাংস্কৃতিক দারিদ্র্য পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় তিনি ওয়াজেদা আহমেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি আম গাছ রোপন করেন । কম্বল পেয়ে অসহায় ব্যক্তিরা খুব খুশি হন এবং জেলা প্রশাসকের জন্য দোয়া করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুল আলম সানি, সভাপতি, এস এস টেলিকথা মাগুরা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র লেখক সমিতি ঢাকা। এ সময় প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, সাংস্কৃতিক অসহায় পরিবারের মাঝে আপনাদের কাছে এসে কম্বল উপহার দিব, বিষয়টি আমার কাছে খুব ভালো লাগছে। আরো ভালো লাগেছে এত বয়স্ক মানুষ আপনারা এসেছেন কম্বল নেয়ার জন্য। আপনাদের কাছাকাছি এসে যখন কাজ করি আমার কাছে মনে হয় আমি প্রকৃত মাটি ও মানুষের কাছে এসে পৌঁছেছি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শামীম শরীফ, সাধারণ সম্পাদক, এস এস টেলিকথা মাগুরা ও সদস্য, ডিরেক্টর গিল্ড বাংলাদেশ এবং সদস্য বাংলাদেশ চলচ্চিত্র সহকারি পরিচালক সমিতি সিডাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ জায়েদ- বিন কোবির নিশান, সাধারণ সম্পাদক, টাউন হল ক্লাব মাগুরা, মোহাম্মদ আবু নাসের বেগ , জেলা প্রশাসক মাগুরাকে নিয়ে বলেন, এত দায়িত্ব সম্পন্ন একজন জেলা প্রশাসক মহোদয়কে আমরা পেয়েছি, যিনি আগে কাজকে প্রধান্য দেন। কাজের ব্যাপারে কখনো পিছপা হন না তিনি। এ সময় আরো কথা বলেন পপি মজুমদার, প্রধান শিক্ষিকা, ওয়াজেদা আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পারনান্দুয়ালী মাগুরা। এম এ হাকিম সাংবাদিক, মাগুরা প্রেসক্লাব। শরীফ মহব্বত হোসেন, সমাজ সেবক মাগুরা, কবি রওশন শিকদার, মুন্সি কুতুবউদ্দিন, সমাজ সেবক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াজেদা আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী,লক্ষ্মী রানী বিশ্বাস, মোয়াজ্জেম হোসেন, মোঃ হাসানুর হাবিব।