ভোলার চরফ্যাশনে মেঘনায় মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে সেলিম মিস্তিরি (৩৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন তার ছেলে মিরাজ (৯)। মঙ্গলবার দুপুরে দক্ষিণ আইচা থানাধীন ঢালচর ইউনিয়নের বযারচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তারা দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন দক্ষিণ আইচা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়রা জানান, সোমবার রাত ১২টার দিকে সেলিম মিস্তিরি তার ছেলেসহ ছোট্ট একটা নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যান। মঙ্গলবার দুপুর ১২টার দিকে অন্য জেলেরা সেলিম মিস্তিরির নৌকাটি ভাসমান অবস্থায় দেখে তারা নৌকার কাছে যান। নৌকায় কাউকে না দেখে অনেক খোঁজাখুঁজি করার পর জাল টানলে জালের সঙ্গে পেঁচানো অবস্থায় সেলিম মিস্তিরির মৃতদেহ উঠে আসে। তবে এখনো নিখোঁজ রয়েছে সেলিম মিস্তিরি ছেলে মিরাজ। দক্ষিণ আইচা থানার এসআই আবদুল খালেক বলেন, সেলিম মিস্তিরির লাশ স্থানীয় জেলেরা নদী থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এখনো তার ছেলে নিখোঁজ রয়েছে।