নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২১, ২০২৪ | ১১:০৫ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

সারা দেশের ন্যায় নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারও মানুষের ঢল নামে।অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ঘড়ির কাটাঁয় রাত ১২টা ১মিনিটে প্রথমে শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা। পরে একে একে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌর মেয়র, জেলা পরিষদ, জেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি..’ গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।