আবুধাবির টলারেন্স ওভালে একমাত্র টেস্টে মুখোমুখি আফগানিস্তান-আয়ারল্যান্ড। টস জিতে প্রথম ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে ১৫৫ রানেই অলআউট আফগানরা। জবাবে প্রথম দিনে ৪ উইকেটে ৯৪ রান করে আয়ারল্যান্ড। বুধবার খেলা শুরুর আগে সম্প্রচারকারী টিভি চ্যানেল ভুল করে দুই দলের অধিনায়কের ছবি দেখাতে গিয়ে বড় ভুল করে। আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবিরনির পাশে আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহিদির পরিবর্তে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজমের ছবি বসিয়ে দেয়। টিভি সম্প্রচারকারীদের এমন ভুলের কারণে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকে বলছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম আবার কবে থেকে আফগানিস্তানের অধিনায়ক হলেন? বাবর আজম বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন। তিনি পেশোয়ার জালমির নেতৃত্ব দিচ্ছেন। সোমবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাত্র ৬৩ বল মোকাবেলা করে ১৪টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১১১ রানের অনবদ্য ইনিংস খেলেন বাবর। তার ব্যাটিং নৈপুণ্যে ৫ উইকেটে ২০১ রান করে পেশোয়ার। টার্গেট তাড়ায় আজম খান (৭৫) ও কলিন মুনরোর (৭১) জোড়া ফিফটিতে পরও ৯ উইকেট হারিয়ে ১৯৩ রানের বেশি করতে পারেনি ইসলামাবাদ।শ্বাসরুদ্ধকর ম্যাচে ৮ রানের জয়ে ম্যাচসেরা হন বাবর আজম।