নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচনে কোনো কেন্দ্রে অনিয়ম হলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। প্রার্থীদের ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের জন্য উৎসাহিত করা হচ্ছে। আগামীতে এনালগ পদ্ধতি বাতিল করে প্রার্থীদের নমিনেশন পেপার সাবমিটসহ নির্বাচনের সব কার্যক্রম ডিজিটাল করতে আইন প্রণয়ন করা হবে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এসব কথা বলেন। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, মসিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানানো হয়েছে। নির্বাচনি প্রস্তুতি সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে নির্বাচন পর্যন্ত এরকম পরিবেশ বজায় রাখার আহবান জানান তিনি। পরে তিনি টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে সুষ্ঠু পরিবেশে প্রচার-প্রচারণা চালানোর আহবান জানান। ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণে কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে ইসি সবাইকে ভোটের ফলাফল মেনে নেয়ার আহবান জানান। এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, সিটি করপোরেশেনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার ওসি মাঈন উদ্দিনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মেয়র প্রার্থীরা মতবিনিময় করেন। আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।