বাজারে ১৬৩ টাকায় প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেল এবং ১৪৯ টাকায় খোলা তেল পাওয়া না গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ডি-৮ সুপারভাইজরি কাউন্সিল’র ৭ম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আপনারা যে কোনো বাজারে গিয়ে যদি দেখেন ১৬৩ টাকা মূল্যের তেল নেই, তাহলে আমাদের জানাবেন। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। গত ১ মার্চ থেকে সব করাখানা থেকে ১৬৩ টাকা দরে প্রতিলিটার সয়াবিন তেল বাজারজাত করা হচ্ছে, এটা আমার নিশ্চিত করেছি। তিনি বলেন, আমাদের মনিটরিং টিম পর্যবেক্ষণ করছে। আশা করি ভোক্তারা এটার (দাম কমার) সুবিধা পাওয়া শুরু করেছেন। বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকা প্রতিলিটার এবং খোলা তেল ১৫৯ টাকায় বিক্রি শুরু হয়েছে। আপনারা ২-৩ দিন অথবা ৭ দিন আগে বাজারে গিয়ে (নতুন দামে) পাননি, কিন্তু এখন পাবেন। এদিকে নিজেদের মধ্যে আন্তঃবাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে ‘ঢাকা ঘোষণা’ নামে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, মিশর ও তুরস্কসহ উন্নয়নশীল আটটি দেশের জোট ডি-৮। গতকাল নতুন এ সিদ্ধান্ত জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এর আগে গত সোমবার এ জোটের সুপারভাইজরি কাউন্সিলের সপ্তম সভা ও গতকাল মঙ্গলবার ট্রেড মিনিস্টারস কাউন্সিলের তৃতীয় সভায় এ সিদ্ধান্তগুলো নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো, ‘ঢাকা ঘোষণার’ আগে অনুষ্ঠিত সুপারভাইজরি কমিটির সভাগুলো এবং প্রথম ও দ্বিতীয় ট্রেড মিনিস্টার্স কাউন্সিলের সভায় গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো। সদস্য দেশগুলোর মধ্যে সম্পাদিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) কার্যকভাবে বাস্তবায়ন এবং চুক্তির আওতায় বিদ্যমান কনসেশনাল অফার তালিকা সম্প্রসারণ ও এ লক্ষ্যে বেসরকারি খাতকে উৎসাহিতকরণ ও ডি-৮ পিটিএর সফল বাস্তবায়ন। ২০২০-২০৩০ মেয়াদে দশকব্যাপী অঙ্গীকারের আলোকে সদস্য দেশগুলোর আন্তঃবাণিজ্যে এ দেশগুলোর মোট বাণিজ্য ১০ শতাংশে উন্নীত করা। ডি-৮ পিটিএ বাস্তবায়নে ট্রেড নেগোসিয়েশন দক্ষতা উন্নয়ন, অর্থায়নে সমীক্ষা এবং সদস্য দেশগুলোর শুল্ক-অশুল্ক বাধা শনাক্তকরণ ও অপসারণের উদ্দেশ্যে একটি স্কোপিং অ্যাসেসমেন্ট পরিচালনার জন্য একটি কারিগরি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে।