নাটোরে আরও একটি শিল্প কারখানা স্থাপন করা হবে। বর্তমানে নাটোরে ৬ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে প্রাণ এগ্রো লিমিটেড। এতে করে এ এলাকার মানুষ আর্থিক ভাবে স্বাবলম্বী হচ্ছেন। বুধবার(৬ মার্চ) দুপুরে আয়োজিত নাটোরের একডালায় প্রাণ এগ্রো লিমিটেড কারখানার দুই যুগ পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল তিনি এসব কথা বলেন। পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, নাটোরে প্রায় ১৩ হাজার চুক্তিভিত্তিক কৃষক প্রাণের জন্য আম, টমেটো, ডাল, বাদাম, মরিচ ও দুধ উৎপাদন করে আসছে। আগামীতে আরও কয়েকটি পণ্য চুক্তিভিত্তিক চাষের আওতায় আনতে যাচ্ছে। নাটোরে শুধু পণ্য উৎপাদন নয়, প্রাণ গ্রুপের কৃষি প্রক্রিয়াজাত পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের বড় অংশ নাটোর ও পার্শ্ববর্তী জেলা থেকে সংগ্রহ করা হয়। নাটোরে চুক্তিভিত্তিক কৃষকের কাছ থেকে প্রাণ গতবছর প্রায় ১৫০০ কোটি টাকা সমমূল্যের কৃষি পণ্য ক্রয় করেছে। আগামীতে এ চুক্তি অব্যাহত থাকবে। তিনি বলেন, আমাদের ভুল-ক্রুটি থাকতে পারে। আপনাদের সুন্দর পরামর্শ দিয়ে তা সংশোধনের সুযোগ করে দেবেন। যেন প্রাণ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে। নাটোরের মানুষের উন্নয়নে সামনে আরও কাজ করতে পারে। প্রাণ নিয়ে নাটোরে আমাদের বহু পরিকল্পনা রয়েছে। আমরা এলাকার মানুষের সামাজিক ও অর্থনৈতিক ভাবে উন্নয়ন করতে চাই। সেজন্য সামনে নাটোরে গ্যাস সংযোগ পেলে বিনিয়োগের পথ আরও সুগম হবে। দ্রুত আমরা নতুন শিল্প কারখানা নিমার্ণ করতে পারবো। সামনে শিক্ষিত ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য উদ্যোগ নিয়েছে প্রাণ। যাতে বেকার শিক্ষিতরা নাটোরে ঘরে বসে থেকে কাজ করতে পারেন। সেই লক্ষ্যে কাজ করে চলেছে প্রাণ। স্থানীয় ছেলে-মেয়ের পড়াশোনার জন্য স্কুল-কলেজ নিমার্ণ করা হবে। এসময় সাংবাদিকরা প্রাণের সমৃদ্ধি কামনা করে উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। জনসংযোগ বিভাগের এজিএম তৌহিদুজ্জামান, নাটোর প্রাণ এগ্রো লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার হযরত আলীসহ কারখানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।