মধুমতিতে জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির বাঘাইড়

প্রকাশিতঃ মার্চ ৬, ২০২৪ | ৮:৫২ অপরাহ্ন
সর্দার মোঃ রুবেল ইসলাম, উপজেলা প্রতিনিধি মোহাম্মদপুর, মাগুরা

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক জেলের জালে ১৬ কেজি ওজনের বিশাল আকারের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। উপজেলা সদরের শেখ হাসিনা ব্রিজ এলাকার মধুমতি নদীতে এ মাছটি ধরা পড়ে। ধুপুড়িয়া গ্রামের নিমাই মাঝির জালে ধরা পড়েছে মাছটি। পরে ৩০ হাজার টাকায় তিনি মাছটি বিক্রি করেছেন। নিমাই জেলে জানান, বুধবার সকালে তিনি জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে যান মধুমতি নদীতে। এ দিন তার জালে ধরা পড়ে ১৬ কেজি ওজনের বাঘাইড় মাছ। মাছটি জালে আটকানোর পর প্রথমে তিনি ভেবেছিলেন, জালটাতে হয়তো শুশুক অথবা কুমির আটকে গেছে। অনেক কষ্টে ছেলেকে নিয়ে জাল ওপরে তুলে দেখেন, আটকা পড়েছে বিশাল আকারের এই বাঘাইড় মাছ। খুশিতে আত্মহারা জেলে নিমাই জানান, গত কয়েক দিন খালি হাতে নদী থেকে ফিরে আসি। তেমন মাছ পাওয়া যায়নি। যে মাছ পেয়েছি, তাতে একটু হলেও অভাবের সংসারে কিছুদিন ভালো চলবে। তিনি আরও জানান, বর্তমান বাজার মূল্যে মাছটি বিক্রি করা হয়েছে। দুই হাজার টাকা কেজি দরে মাছটি কিনেছেন মহম্মদপুর বাজারের মাছ ব্যবসায়ী।