নারী দিবসে রান্নার গ্যাসের দাম কমালেন মোদি

প্রকাশিতঃ মার্চ ৮, ২০২৪ | ১০:০৪ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

আন্তর্জাতিক নারী দিবসে নারী ভোটারদের মন জয়ের চেষ্টায় রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ১০০ রুপি কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে এ ঘোষণা দেন মোদি। তিনি লিখেছেন, ‘আজ নারী দিবস। আমার সরকার সিদ্ধান্ত নিয়েছে, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১০০ রুপি কম করা হবে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে থাকা কোটি কোটি নারী উপকৃত হবেন। আমাদের নারীশক্তি উপকৃত হবে।’ মোদি তার টুইটে আরও বলেছেন, ‘রান্নার গ্যাসকে আরও মানুষের সাধ্যের আওতায় এনে আমরা পরিবারগুলোকে সাহায্য করার চেষ্টা করেছি। এর ফলে পরিবেশও ভালো হবে। আর এটা হলো নারীর ক্ষমতায়নের জন্য আমাদের দায়বদ্ধতার পরিচয়। তাদের জীবনযাত্রা আরও সহজ করার প্রচেষ্টা।’ এর আগে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগমুহূর্তে রান্নার গ্যাসের দাম ২০০ রুপি কমিয়েছিল মোদি সরকার। কমানোর পর গ্যাসের সিলিন্ডারের দাম হয় ৯০০ রুপি। এখন ১০০ টাকা কমানোর পর দাম হবে ৮০০ রুপি।