আজ ৯ ই মার্চ শনিবার মাগুরা-১ আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য,প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সিরাজুল আকবর এর ৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাগুরা জামরুল তলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, মাগুরা ১ আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য ও মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ সিরাজুল আকবর (৭২) এমপির আজ নবম (৯ তম) মৃত্যু বার্ষিকী। আজ থেকে ৯ বছর আগে ২০১৫ সালের ৯ মার্চ সোমবার রাত ৯টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান। স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু সহ প্রমুখ। তার দীর্ঘ কর্মময় জীবনে প্রফেসর ডা. এম এস আকবর ঢাকা শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, হায়দার আকতার বানু মেমোরিয়াল কল্যাণ ফাউন্ডেশনের সভাপতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একজন শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে প্রথিতযশা এ চিকিৎসক রাজনীতিতেও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৯৬ সাল থেকে তিনি পরপর ৪বার মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর একদিন আগে মাগুরা জেলা আওয়ামীলীগের সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন। এর আগে দীর্ঘ ১১ বছর তিনি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যু দিবসে মাগুরা জেলা আওয়ামীলীগ , যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, সমবায় লীগ, জেলা জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সিপিবি, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, ঘাতক দালাল নির্মূল কমিটি, হায়দার আকতার বানু মেমোরিয়াল কল্যাণ ফাউন্ডেশন, সুইড বাংলাদেশ প্রতিবন্ধী ও অটেস্টিক বিদ্যালয়, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন, লালন সাংস্কৃতিক পরিষদ, উদীচী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন গভীর শ্রদ্ধা প্রকাশ করেছে।