কীটপতঙ্গ নিয়ে গবেষণার তাগিদ কৃষি বিশেষজ্ঞদের

প্রকাশিতঃ মার্চ ১০, ২০২৪ | ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

জলবায়ুর পরিবর্তনের কারণে সৃষ্ট কীটপতঙ্গের উপদ্রব নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে খাদ্য নিরাপত্তা ঝুঁকি কমানোর প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা কার্যক্রম জোরদার করার তাগিদ দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অডিটরিয়ামে ‘পাঁচ দশকে কীটতাত্ত্বিক গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে তারা এ তাগিদ দেন। বাংলাদেশ কীটতত্ত্ব সমিতি আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার। এতে অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির সাবেক সভাপতি ও আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়নকেন্দ্রের জ্যেষ্ঠ পরামর্শক সৈয়দ নুরুল আলম। সম্মেলনে বক্তারা বলেন, কৃষি গবেষণা ও উন্নয়ন কার্যক্রম যুগোপযোগী করার জন্য বর্তমান কৃষিনীতি হালনাগাদকরণ, নতুন নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নে সরকারের সার্বিক সহযোগিতা প্রয়োজন। শেখ মোহাম্মদ বখতিয়ার জলবায়ু পরিবর্তনজনিত উদ্ভূত কীটপতঙ্গের উপদ্রব নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে খাদ্য নিরাপত্তা ঝুঁকি কমানোর প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা কার্যক্রম জোরদার করার জন্য কীটতত্ত্ববিদগণের পরামর্শ দেন। বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কুপ্রভাবে বিশ্বব্যাপী কীটপতঙ্গের দ্রুত বিস্তার ঘটছে। কৃষকরা প্রতিনিয়ত নতুন নতুন কীটপতঙ্গের সমস্যার মুখোমুখি হচ্ছে। বিশ্বব্যাপী কীটপতঙ্গ আক্রমণের বিস্তরে বর্তমানে বিশ্ব খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে। এ পরিপ্রেক্ষিতে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকি হ্রাস করতে কার্যকর পরিবেশবান্ধব বালাই ব্যবস্থাপনা উদ্ভাবন ও বাস্তবায়নের ওপর সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভারতের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিশিষ্ট কীটতত্ত্ববিদরা আমন্ত্রিত বক্তা হিসেবে সম্মেলনে চারটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।