হরিণাকুণ্ডুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশিতঃ মার্চ ১০, ২০২৪ | ৪:৪২ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

প্রতি বছর ১০ মার্চ দিবসটি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতেও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা হরিণাকুণ্ডু উপজেলা কর্তৃক আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস ২০২৪খ্রীঃ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা, ভূমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ প্রস্ততিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো,এই প্রতিপাদ্যকে সামনে রেখে,রবিবার ১০ মার্চ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান,উপ-সহকারি প্রকৌশলী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, ফায়ার সার্ভিসের একটি টিম,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় হরিণাকুন্ডু উপজেলার প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা চত্তরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য বাংলাদেশ ভৌগলিকভাবে দূর্যোগ প্রবণ দেশ ও নানা প্রতিকুলতা সত্ত্বেও একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলার লক্ষ্যেই বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপ।