নাটোরে অর্থ আত্মসাতের অভিযোগে ৪ জন গ্রেফতার

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৯, ২০২৩ | ৫:৩৪ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

গ্রাহকদের ঋণ দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মূলহোতা মোঃ জহুরুল ইসলাম (২৮)সহ চারজনকে গ্রেফতার করেছে (র‌্যাব-৫)। বুধবার(৮ ফেব্রুয়ারি) নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর এলাকা থেকে তাতের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। গ্রেফতারা হলেন- উপজেলার হালতিবিল এলাকার মোঃ জেহের আলীর ছেলে মোঃ জহুরুল ইসলাম (২৮), বাসুদেবপুর সাজিপাড়া এলাকার মৃত জাফর আলীর ছেলেমোঃ মওদুদ রহমান মধু (৫২), মৃত হারুনুর রশিদের ছেলে মোঃ বাবুল হক বাবু (৫৮) এবং শ্রী দেবতী প্রামানিকের ছেলে শ্রী প্রকাশ চন্দ্র প্রামানিক (৪৮)। র‌্যাব জানান, গত বুধবার(৮ ফেব্রুয়ারি) মোঃ ফরিদ প্রামানিক (৩৬) নামে এক ভুক্তোভোগী গ্রাহক তিনজনের বিরুদ্ধে প্রতাণার মাধ্যমে অর্থ আত্মসাত করেছে বলে অভিযোগ দেন। পরে অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃতে একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের তিনজনকে গ্রেফতার করা হয়। র‌্যাব আরও জানান, কিস্তির মাধ্যমে বিভিন্ন অংকের টাকা জামানত নিয়ে মোটা অংকের ঋণ দিবে বলে গ্রাহকদের কাছ থেকে \'নদী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর পাশ বইয়ের মাধ্যমে কর্মীরা টাকা সংগ্রহ করে। পরে গ্রাহকরা জমাকৃত টাকার মাধ্যমে ঋণ চাইলে তা দিতে অস্বীকার জানান। পরে গ্রাহকরা তাদের জমাকৃত টাকা ফেরত চাইলে কর্মীরা বিভিন্ন তালবাহানা করে। পরে অফিস বন্ধ করে কর্মীরা পালিয়ে যায়। পরে ভূক্তভোগী গ্রাহকদের অভিযোগে ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাকৃতরা স্বীকার করে তারা প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় শত শত দরিদ্র ও গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় নলডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে প্রতারনা মামলা দায়ের করা হয়েছে।