কুড়িগ্রামের সিঙ্গারদাবরীরহাট বিএল হাইস্কুল অ্যান্ড কলেজে এবার এইচ এস সি পরীক্ষায় সবাই ফেল করেছে। এই কলেজ থেকে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে সাত শিক্ষার্থী অংশ নেন। দিনাজপুর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তোফাজ্জুর রহমান সই করা ফলাফলের তালিকায় থেকে এ তথ্য জানা গেছে। কুড়িগ্রাম রাজাহাট উপজেলার সিঙ্গার দাবরীরহাট বিএল হাইস্কুল অ্যান্ড কলেজের ১১ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করলেও অংশ নেন সাতজন। তবে এই কলেজ থেকে কেউ এবার কৃতকার্য হতে পারেননি। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, আমি মানবিক শাখা থেকে এ বছর পরীক্ষা দিই। আশা করেছিলাম, পাস করবো। তবে অন্য বিষয়ে ভালো নম্বর পেলেও ইংরেজিতে ফেল করেছি। তিনি অভিযোগ করে বলেন, আমাদের শিক্ষকরা ঠিক মতো ক্লাস না নেওয়ায় আমার আজ এ পরিস্থিতি। আরেক শিক্ষার্থী বলেন, আমার বিশ্বাস ছিল পাস করবো। কিন্তু শেষে ফলাফল দেখে হতাশ হলাম। অভিভাবক মো. একরামুল হক জানান, আমার মেয়ে এ বছর বাণিজ্য শাখায় পরীক্ষা দিয়েছে। আমার মেয়েসহ ওই কলেজ থেকে যারা পরীক্ষা দিয়েছে সবাই ফেল করেছে। সিঙ্গার দাবরীরহাট বিএল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম জানান, আমার কলেজ থেকে এবছর ১১ জন এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল। তবে পরীক্ষায় অংশ নেয় সাত জন। কেউ পাশ করেনি। তিনি বলেন, আমি একাই তো আর কলেজ চালাতে পারি না। কলেজের অন্য শিক্ষকরা এখানে অনিয়মিত। তারা যদি নিয়মিত কলেজে আসতো, শিক্ষার্থীদের পাঠদানে সক্রিয় থাকতো, তাহলে ফলাফলের এই হতাশায় পড়তাম না।