মাগুরা ডা.আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন সমাজকল্যাণ পদক পেলেন গৃহগ্রাম যুব সংগঠনের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা ও সভাপতি, মো. মুজিবুর রহমান। গত ১০ই মার্চ ২০২৪ তারিখে মাগুরা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে স্বনামধন্য জনকল্যাণ সংস্থা \'ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন\' ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন জেলার শ্রেষ্ঠ যুব সংগঠকদেরকে সমাজকল্যাণ পদক প্রদানের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে। মূলত সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং সমাজের যুবক ও যুব নারীদের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁদেরকে এই পদকে ভূষিত করা হয়। মহতী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পঙ্কজ কুমার কুন্ডু, চেয়ারম্যান, জেলা পরিষদ, মাগুরা। সভাপতিত্ব করেন জনাব আব্দুস সাত্তার, অধ্যক্ষ, সরকারি মহিলা কলেজ, মাগুরা।পদকপ্রাপ্তদের মধ্যে অন্যতম মাগুরা জেলা থেকে নির্বাচিত সংগঠক \'গৃহগ্রাম যুব সংগঠন\'- এর প্রতিষ্ঠাতা-সভাপতি মুজিবুর রহমানের হাতে এই পদক তুলে দেন। মুজিবুর রহমান তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন আজকের এই সমাজকল্যাণ পদক প্রদানের মাধ্যমে ডা. আবুল কাশেম ফাউন্ডেশন আমাকে যেভাবে সম্মানিত করেছে আসলে আমি এতোটা যোগ্য নই। তবে আমার পরিশ্রমের স্বীকৃতি প্রদানের জন্য আবুল কাশেম ফাউন্ডেশনের প্রতি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমি আসলে মানুষের জন্য কাজ করে যেতে চাই, সমাজের জন্য কিছু করতে চাই, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য করতে চাই। এসময় তিনি স্বীয় সংগ্রামী জীবন এবং তাঁর সংগঠন প্রতিষ্ঠার উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ উল্লেখ করতে গিয়ে বলেন প্রতিটি গ্রামে একটি করে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা উচিৎ এর ফলে সেই এলাকার মানুষ সকল প্রকার সুযোগ সুবিধা লাভ করতে পারেন। গৃহগ্রাম যুব সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব এ্যাড. সৈয়দ শরিফুল ইসলামের সুদৃষ্টি সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের পরামর্শ, আর্থিক ও সার্বিক সহযোগিতায় গৃহগ্রাম যুব সংগঠন আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছে এবং আগামীতে সুনামের সাথে আরো এগিয়ে যাবে বলে বিশ্বাস করি। সর্বোপরি, উপস্থিত শিক্ষার্থীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন পড়াশোনার পাশাপাশি স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে যুক্ত থাকার জোড়ালো আহবান করেন।