”স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্নিয় নিয়ে মাগুরায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত হয়েছে। মাগুরা জেলা প্রশাসন এর আয়োজনে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উদযাপন উপলক্ষে বনাঢ্য র্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বনাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হক, জেলা আওয়ামীলীগের সহসভাপতি বাসুদেব কুমার কুন্ডু ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্টানে ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনী পেশার নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।