শালিখায় ২৬শে মার্চ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিতঃ মার্চ ২৬, ২০২৪ | ৬:০২ অপরাহ্ন
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা

২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাগুরা\'র শালিখা উপজেলার আড়পাড়ায় থানা সংলগ্ন ইনক্লুসিভ মহিলা মাদ্রাসা ডেকেয়ার এবং মুন্সির জিন্নাত আলী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৬ মার্চ) উপজেলার আড়পাড়া মাতৃছায়া স্বাস্থ্য সেবা কেন্দ্র এর ব্যবস্থাপনায় ও বুদ্ধি ও অটিজম প্রতিবন্ধী সেবা সংস্থার সার্বিক সহযোগিতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, ডাঃ আল আরাফাত হিমেল এম,বি,বি,এস (ডিইউ) সি,এম,ইউ (সি,এম,ইউ,ডি)। ডাঃ আনজির আহমেদ শোভন এম,বি,বি,এস (ডিইউ) সি,এম,ইউ (সি,এম,ইউ,ডি)। ডাঃ মোঃ মুস্তাহসিন আল শরীফ এম,বি,বি,এস (ডিইউ)। ক্যাম্পের সার্বিকভাবে পরিচালনায় মোঃ মুজিবুর রহমান (রিপন)। তিনি বলেন মহান স্বাধীনতা অর্জনে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় আমাদের এই আয়োজন। সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প এলাকার শতাধিক হতদরিদ্র নারী-পুরুষ কে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি চিকিৎসা নিতে আসা রুগীদের নানা পরামর্শ সহ ফ্রি ওষুধ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।