‘বৈশ্বিক জোট’র বিরুদ্ধে তুরস্ককে টার্গেটের অভিযোগ এরদোগানের

প্রকাশিতঃ মার্চ ২৯, ২০২৪ | ৫:২৯ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

বিশ্বের বিভিন্ন অংশে নিপীড়নে জড়িত থাকার জন্য একটি ‘বৈশ্বিক জোট’কে অভিযুক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্ককেও এই জোটটি নিপীড়নের লক্ষ্যবস্তু করতে পারে বলে অভিযোগ করেছেন তিনি। খবর হুরিয়াৎ ডেইলির। বৃহস্পতিবার তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বুরসাতে এক সমাবেশের বক্তৃতায় এমন অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। এরদোগান বলেন, ‘আমরা সিরিয়া, লিবিয়া এবং কারাবাখে যে পদক্ষেপই নিয়েছি, আমাদের বিরুদ্ধে কাজ করছে এমন একটি বৈশ্বিক জোট খুঁজে পেয়েছি আমরা। ’ এরদোগান এই গোষ্ঠীটিকে মানবিক সংকটের জন্য ‘অন্ধ ও বধির’ বলে সমালোচনা করেন। তুরস্কের প্রেসিডেন্ট তার বক্তৃতায় ফিলিস্তিনের গাজার পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, তুরস্কও যদি অনুরূপ দুর্দশার মুখোমুখি হয় তাহলেও তারা সহায়তা পাবে না। এমনকি এই জোটটি তুরস্কের বিভিন্ন অঞ্চলকে প্রভাবিত করার এবং নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে বলেও অভিযোগ জানিয়েছেন তিনি। এরদোগান বলেন, ‘আমরা আমাদের জাতির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তাদের এই গেমগুলোকে ব্যাহত করেছি। আমরা কিছু ফাঁদ বানচাল করেছি এবং মাঝপথে কিছু থামিয়ে দিয়েছি। ’