কেন্দুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা

প্রকাশিতঃ এপ্রিল ৪, ২০২৪ | ১০:৪২ অপরাহ্ন
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ

কেন্দুয়া উপজেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) পৌরশহরের কলেজ রোড এলাকার খাদ্যগুদাম সংলগ্ন তাহফিজুল কুরআন একাডেমির উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাদরাসার ২০০ জন শিক্ষার্থী অংশ নেয়। ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের (৫ পারা) এবং ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের (১০ পারা) দুটি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় একটি গ্রুপে (১৪ বছর) প্রথম হয়েছে নাজমুস সাকিব এবং অন্য গ্রুপে প্রথম (১৬ বছর) হয় আল আমিন। প্রতিযোগিতায় ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের ২০ জন ও ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের ১৫ জনসহ মোট ৩৫ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাফেজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও মাওলানা হারুনুর রশিদ ফারুকীর পরিচালনায় উপস্থিত ছিলেন, মুফতি শফিকুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, হাফেজ বায়তুল ইসলাম, নূরনবী ভূইয়া বকুল, মো. এনামুল হক, ঠিকাদার মো. নজরুল ইসলাম প্রমুখ।