অদ্য ০৪ এপ্রিল ২০২৪ রোজ বৃহস্পতিবার বিকাল ০৩.৩০মিনিটে ম্যানগ্রোভ সভাঘরে, সাতক্ষীরা জেলার সদর উপজেলায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, সাবেক অধ্যক্ষ, সাতক্ষীরা সিটি কলেজ এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ পবিত্র মোহন দাশ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কহিনুর ইসলাম; বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এস এ এম আব্দুল ওয়াহেদ, সাবেক অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি কলেজ; প্রফেসর ড. দিলারা বেগম, সাবেক অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ; অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সহ-সভাপতি, জাসদ; কাজী আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ; ফরিদা আক্তার বিউটি, সভানেত্রী, সাতক্ষীরা জেলা মহিলা দল এবং সাংস্কৃতিক কর্মী স ম তুহিন। এ ছাডাও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, নারী সংগঠকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পিএফজি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া কো-অর্ডিনেটর এস.এম রাজু জোবেদ। তিনি বলেন, একটি উদার, অসম্প্রদায়িক, সহনশীল মুক্ত মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ইতিবাচক সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টির লক্ষ্যেই এ কমিটি গঠনের মূল উদ্দেশ্য। এ কমিটির কার্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান। এরপর সভার সদস্যদের সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ আশেক-ই-এলাহী, কাজী আকতার হোসেন, ফরিদা আক্তার বিউটি ও মোস্তাফিজুর রহমান উজ্জল কে অ্যাম্বাসেডর এবং অধ্যক্ষ পবিত্র মোহন দাশকে কো-অর্ডিনেটর করে ত্রিশ সদস্য বিশিষ্ট পিএফজি প্ল্যাটফর্ম গঠন করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এর ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।