দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। অন্যদিকে অংশগ্রহণে ইচ্ছুকরা নিচ্ছেন জোর প্রস্তুতি। এ তালিকায় উঠল অভিনেতা ড্যানি সিডাকের নাম। শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে লড়বেন ও একটি প্যানেল দেবেন এমনটাই জানিয়েছিলেন এ অভিনেতা। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। তিনি যোগ দিলেন নিপুণের সঙ্গে। এ নায়িকার প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়াই করবেন নির্বাচনে। প্রসঙ্গক্রমে ড্যানি সিডাকের কাছে প্রশ্ন রাখা হয়, ‘সম্প্রতি এক বক্তব্যে মিশা সওদাগর বলেছেন তিনি হারলেও আপনাদের সঙ্গেই মিলেমিশে কাজ করবেন, আপনারা যখন ডাকবেন তাকে পাবেন।’ ড্যানি সিডাক অনেকটাই বিরক্তি প্রকাশ করে বলেন, ‘যে মানুষটি (মিশা সওদাগর) সকালে উঠেই শুরু করেন মিথ্যা বলা, মানুষের পা ধরে বলে আল্লাহর কসম। সারাক্ষণ বলে আল্লাহর কসম, আল্লাহর কসম, এ বিষয়টা আমি করিনি, আমি করব। আপনারা বিগত দিনও দেখেছেন। এই ধরনের মানুষকে আমরা আমাদের প্যানেলে চাই না বা নেব না। তারা বিগত দিনে যা করেছে তা সারা বাংলাদেশ জানে। অতএব, আমাদের এ প্যানেলটা আমরা কখনোই নষ্ট করব না। আমরা চাব ভালো মানুষদের কাছে টানতে, দুষ্টু লোককে আমরা আমাদের এখানে টানব না।’ মাহমুদ কলি-নিপুণ প্যানেলে যুক্ত হওয়া নিয়ে ড্যানি সিডাক বলেন, ‘আমি সব সময় ভালোর পক্ষে থাকি, সুন্দরের পক্ষে থাকি। আমি মনে করেছি মাহমুদ কলি-নিপুণ, তারা সঠিক পথে আছে, ভালো কাজ করছে। তাই আমার মনে হয়েছে তাদের সঙ্গে থাকা উচিত। ওদেরকে সাপোর্ট দিয়ে এ নির্বাচনটা করা উচিত। তাই আমি এ প্যানেলের সঙ্গে যুক্ত হয়েছি। এরা শিল্পীদের ভালোবাসে, শিল্পীদের জন্য কাজ করে।’ উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এ নির্বাচন ঘিরে জমে উঠেছে চলচ্চিত্রপাড়া। শিল্পী সমিতির এবারের নির্বাচনে একটি প্যানেলে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। আরেকটি প্যানেলে সভাপতি প্রার্থী মাহমুদ কলি ও সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার।