ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলার তীব্রতা বৃহস্পতিবার থেকে বাড়িয়েছে ইসরাইল। সেখানকার পরিস্থিতি এখন ভয়ংকর এবং বিশৃঙ্খল বলে জানিয়েছে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। ইসরাইল বৃহস্পতিবার গাজা সিটির আহলি আরব হাসপাতালে কাছে হামলা চালিয়েছে। এতে অন্তত ৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী ক্যাম্পেও হামলা হয়েছে। সেখানকার হামলায় অন্তত দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। হামলার তীব্রতা বাড়ছে এমন কথা জানিয়ে ওই ক্যাম্পের বাসিন্দারা জানান, হামলায় ধ্বংসস্তূপে যারা আটকা পড়েছেন তাদের উদ্ধার করতে হিমশিম খাচ্ছেন বেসামরিক বিভাগের কর্মীরা। আরেক শরণার্থী ক্যাম্প নুসেরাতের কাছাকাছিও ব্যাপক লড়াই চলছে। রাফাহ থেকে আলজাজিরার সাংবাদিক তারেক আবু আজম জানান, ইসরাইলি সেনারা কামান দিয়ে হামলা চালিয়ে পুরো পাড়া ধ্বংস করে দিচ্ছে। হামলা চালাতে তারা নজরদারি ড্রোন এবং যুদ্ধবিমান ব্যবহার করছে।