মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে যা বলল জাতিসংঘ

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৩ | ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় এক বিবৃতিতে এ অভিনন্দন জানায়। বিবৃতিতে জাতিসংঘ বলেছে, আমরা নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রের নতুন রাষ্ট্রপতি হিসেবে তাকে নির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগণের প্রতি অভিনন্দন জানানো হয় বিবৃতিতে। টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন এবং জাতিসংঘ সনদ বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি অজর্নে সাহাবুদ্দিনের নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অংশীদারিত্ব আরও বাড়বে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।