ইরানের ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, যা বলল ইসরাইল

প্রকাশিতঃ এপ্রিল ১৪, ২০২৪ | ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

নজিরবিহীন হামলায় ইরানের ছোড়া ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশই প্রতিরোধ করার দাবি করেছে ইসরাইল। ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র রুখতে ইসরাইলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। রোববার ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার এডমিরাল দানিয়েল হাগারি বলেন, ইরান থেকে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। এর ৯৯ শতাংশ রুখে দিয়েছে ইসরায়েল ও তার মিত্রদের বাহিনী। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে বলেন, আমরা প্রতিরোধ করেছি, আমরা সবাই মিলে জয়ী হব। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইরান থেকে আসা প্রায় সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নামিয়ে ফেলতে ইসরাইলকে সহায়তা করেছে মার্কিন বাহিনী। ব্রিটেন ও ফ্রান্সও এই প্রতিরোধ ব্যবস্থায় সহায়তা করেছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। উল্লেখ্য, সিরিয়ার দামেস্কে নিজের কনস্যুলেটে হামলার জেরে রবিবার দিবাগত রাতে ইসরাইলের মাটিতে এই নজিরবিহীন হামলা চালায় ইরান। সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল।