যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলের সমর্থকরা। ফিলিস্তিনপন্থিদের ছত্রভঙ্গ করার জন্য তারা লাঠি, রড দিয়ে আক্রমণ করে বিয়ার ছিটিয়ে দেয়। পুলিশ এ সময় নীরব ভূমিকা পালন করে। পরে অবশ্য ফিলিস্তিনপন্থিদের সরিয়ে দিতে পুলিশ সক্রিয় হয়। দ্য গার্ডিয়ান জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টার দিকে স্টার অব ডেভিড পরিহিত শতাধিক ইসরাইলের সমর্থক ফিলিস্তিনপন্থিদের তাঁবু গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করে। বিয়ার স্প্রে থেকে রক্ষা পাওয়ার জন্য ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীরা ছাতা ব্যবহার করে। সামাজিক মাধ্যমে পোস্ট করা বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, ইসরাইলের সমর্থকরা লাঠি ও রড হাতে হামলা করে। এ সময় হামলাকারীরা অনেক শিক্ষার্থীদের মারধর করে। শতাধিক ইসরাইলপন্থি ডিকসন প্লাজায় ফিলিস্তিনি সংহতি তাঁবুতে বলপূর্বক প্রবেশ করে। এ সময় পুলিশ \'দর্শকের\' ভূমিকা পালন করে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিলিস্তিনপন্থি বিক্ষোভ ছত্রভঙ্গ করতে বৃহস্পতিবার ভোরে হেলমেট পরিহিত কয়েকশ পুলিশ লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (ইউসিএলএ) কেন্দ্রীয় প্লাজায় প্রবেশ করে।