সাতক্ষীরার আম বাজারে আসবে ৯ মে

প্রকাশিতঃ মে ৯, ২০২৪ | ৫:৪২ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

ভৌগোলিক কারণে দেশে প্রথম আম পাকে সাতক্ষীরায়। তাই মৌসুমের প্রথম আম পেতে ফলপ্রেমীদের কাছে সাতক্ষীরার আমের চাহিদা বেশি। ইউরোপের বিভিন্ন দেশে প্রতি বছর রপ্তানিও হয় সাতক্ষীরা জেলার আম। এ বছর জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী প্রথম পর্যায়ে আগামী ৯ মে থেকে সাতক্ষীরার গোপালভোগ, বোম্বাই, গোলাপঘাস, বৈশাখীসহ কয়েকটি প্রজাতির আম দেশের বাজারে উঠবে। এছাড়া পর্যায়ক্রমে ১১ মে গোবিন্দভোগ, ২২ মে হিমসাগর, ২৯ মে ল্যাংড়া ও ১০ জুন আম্রপালি আম গাছ থেকে নামাতে ও বাজারজাত করতে পারবেন বাগানের মালিকরা। রোববার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলামসহ জেলার সাতটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তারা। এ সময় সভায় জানানো হয়, নির্ধারিত দিনের আগে আম বাজারজাত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা কার্বাইড বা কেমিক্যাল দিয়ে অপরিপক্ব আম পাকাবে, তাদের জেলে পাঠানো হবে।